মানুষের জন্যই জীবন উৎসর্গ করতে চাই || jagonews24.com

2021-06-15 2

মানুষের পাশে থাকার আনন্দই আলাদা। বিশেষ করে অসহায় মানুষদের সামান্য সহায়তা করতে পারলেই প্রকৃত সুখ মেলে। এ সুখের অন্ত থাকে না। মানুষের জন্যই জীবন উৎসর্গ করতে চাই। তবে মনে-প্রাণে এ-ও চাই, মানুষ যেন অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিপদে না পড়ে।

ফায়ার সার্ভিস হেড কোয়ার্টারের স্বেচ্চাসেবক লিমা জীবন নিয়ে ঠিক এমনই অভিব্যক্তি প্রকাশ করলেন। গুলশান-১ ডিএনসিসি মার্কেটে আগুন নেভাতে সকাল থেকে টানা কাজ করছিলেন লিমা। শীর্ণকায় শরীরে পাহাড়সম জোর নিয়ে অন্যাদের সঙ্গে সেবা দিয়ে যাচ্ছিলেন। রোভার স্কাউট আর ফায়ার সার্ভিসের অন্য কর্মীদের সঙ্গে আগুন নেভাতে পানির পাইপ টানছিলেন দুপুর পর্যন্ত। নিজে কাজ করছেন, আবার অন্যদেরও কাজের ধরনও বুঝিয়ে দিচ্ছেন। সকাল থেকে এক মুহূর্তও বিশ্রামের সময় পাননি এই তরুণী।

Videos similaires